Breaking

Saturday 2 February 2019

এসএসসি বাংলা সাজেশন ২০১৯

এসএসসি বাংলা ১ম পত্র, এসএসসি বাংলা ২য় সাজেশন ২০১৯




প্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভাল আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। এস এস সি পরীক্ষা অতি সন্নিকটে, হাতে আর খুব বেশি সময় নেই। এখন শুধু এস এস সি সিলেবাস ২০১৯ অনুযায়ী পূর্বের পড়াগুলো অনুশীলন করার সময়।নতুন করে আর কোনো কিছু পড়ার সময় নেই। তবে যে প্রশ্নগুলো পরীক্ষায় আসার সম্ভবনা সবচেয়ে বেশি সেগুলো বিশেষ গুরুত্ব দিয়ে পড়তে হবে এবং  বারবার অনুশীলন করতে হবে। এজন্য প্রয়োজন ভালো মানের এসএসসি সাজেশন ২০১৯,  এজন্যই আজ আমরা তোমাদের জন্য নিয়ে এলাম এসএসসি বাংলা সাজেশন ২০১৯। আশাকরি সাজেশনটি ভালো করে অনুশীলন করলে তোমরা পরীক্ষায় অনেক ভালো ফলাফল করতে পারবে।

এসএসসি বাংলা ২য় সাজেশন ২০১৯ :


প্রথমে আলোচনা করা যাক এসএসসি বাংলা ২য় সাজেশন নিয়ে।এই বিষয়ে মোট নম্বর থাকবে ১০০। তারমধ্যে ৭০ নাম্বার রচনামুলক প্রশ্নে এবং ৩০ নাম্বার থাকবে বহুনির্বাচনি প্রশ্নে।

প্রথম বিষয় হলো এসএসসি পরীক্ষার প্রশ্ন ২০১৮ বাদ দিয়ে পড়তে হবে।



১) অনুচ্ছেদ : অনুচ্ছেদে থাকবে দশ নম্বর। দুটি প্রশ্ন থাকবে। যেকোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে।
সম্ভাব্য প্রশ্নগুলো :
  • নারী শিক্ষা
  • পরিবেশ দূষণ
  • যানজট
  • বাংলাদেশের মুক্তিযুদ্ধ
  • ডিজিটাল বাংলাদেশ
  • মোবাইল ফোন
  • ইন্টারনেট
  • তথ্যপ্রযুক্তি
  • একুশের বইমেলা
  • বিজয় দিবস
২) পত্র লিখন : পত্রের নম্বর ১০। দুটি প্রশ্ন থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। পত্রের বিভিন্ন ধরন রয়েছে যেমনঃ ব্যাক্তিগত পত্র, আবেদন পত্র, নিমন্ত্রণ পত্র, অভিনন্দন পত্র, সংবাদপত্রে প্রকাশের জন্য পত্র। এর মধ্যে যে কোনো দুধরনের পত্র থেকে দুটি প্রশ্ন আসবে। যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে।
পত্র লেখা খুবই সহজ। বিভিন্ন ধরনের পত্র লেখার নিয়মগুলি শুধু জানলেই হবে। বাকিটুকু নিজ থেকেই বানিয়ে লেখা যায়। পত্র হুবহু কমন নাও পড়তে পারে। বিশেষ করে পত্রের প্রেরক এবং প্রাপকের নাম প্রশ্নে নির্দিষ্ট করে উল্লেখ থাকতে পারে। সেক্ষেত্রে তাই দিতে হবে। গত বছরের আগের এসএসসি পরীক্ষাগুলোর বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো থেকে চর্চা করলেই যথেষ্ট।

৩) সারাংশ,সারমর্ম : সারাংশ, সারমর্ম হলো কোনো বিস্তারিত বিষয়কে সংক্ষেপে লেখা। গদ্যের ক্ষেত্রে সারাংশ এবং পদ্যের ক্ষেত্রে সারমর্ম। একেবারেই সহজ বিষয়।বক্তব্য প্রশ্নেই দেয়া থাকবে সেটির মূল ভাবটি শুধু দুলাইনে উত্তরে লিখতে হবে। দুটি প্রশ্নের যে কোনো একটির উত্তর দিতে হবে। প্রশ্নের মান ১০।
সম্ভাব্য সারাংশ :
  • মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণী.....
  • খুব ছোট ছিদ্রের মধ্য দিয়ে যেমন সূর্যকে....
  • শ্রমকে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করো। কালি ধূলার....
  • মানুষের মূল্য কোথায়? চরিত্রে, মনুষ্যত্বে...
  • আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে অর্থের....
  • প্রকৃত জ্ঞানের স্পৃহা না থাকলে শিক্ষা....
  • বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ...
  • মাতৃস্নেহের তুলনা নাই কিন্তু অতি স্নেহে.....
  • সম্ভাব্য সারমর্ম : 
  • এসেছে নতুন শিশু,তারে ছেড়ে....
  • বহুদিন ধরে বহু ক্রোশ দূরে...
  • বসুমতী কেন তুমি এতোই কৃপণা?....
  • দৈন্য যদি আসে আসুক,লজ্জা....
  • নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো,...
  • সার্থক জন্ম আমার জন্মেছি এই দেশে...
  • শৈশবে সদুপদেশে যাহার না রুচে......
৪) ভাবসম্প্রসারণ : প্রশ্নের মান ১০।যেকোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে।




  • ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ
  • দুর্নীতি জাতীয় জীবনে অভিশাপ স্বরূপ
  • কীর্তিমানের মৃত্যু নেই
  • পাপীকে নয় পাপকে ঘৃণা করো
  • আত্মশক্তি অর্জনই শিক্ষার উদ্দেশ্য
  • দুর্জন বিদ্যান হলেও পরিত্যাজ্য
  • স্পষ্টভাষী শত্রু নির্বাক মিত্র অপেক্ষা ভালো
  • পরের অনিষ্ট চিন্তা করে যেই জন / নিজের অনিষ্ট বীজ করে সে বপন।
  • নানান দেশের নানান ভাষা / বিনা স্বদেশী ভাষা পুরে কি আশা?
  • গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন / নহে বিদ্যা, নহে ধন হলে প্রয়োজন।
  • শৈবাল দিঘীরে বলে উঁচু করি শির / লিখে রেখ এক ফোঁটা দিলেম শিশির।
  • অন্যায় যে করে আর অন্যায় যে সহে / তব ঘৃণা যেন তারে তৃণসম দহে।
৫) প্রতিবেদন রচনা: প্রশ্নের মান ১০। যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে।
  • তোমার বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের বিবরন তুলে ধরে প্রধান শিক্ষক বরাবর একটি প্রতিবেদন রচনা করো।
  • তোমাদের বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালার ওপর একটি প্রতিবেদন রচনা কর।
  • দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবন বিপন্ন "এই শিরোনামে পত্রিকায় প্রকাশের জন্য একটি প্রতিবেদন রচনা কর।
  • পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্য চাই বৃক্ষরোপন এই শিরোনামে একটি প্রতিবেদন রচনা কর।
  • একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনার বিবরন দিয়ে দৈনিক পত্রিকায় প্রকাশের জন্য একটি প্রতিবেদন লিখ। 
৬) প্রবন্ধ রচনা : প্রশ্নের মান ২০। যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে।
  • স্বদেশ প্রেম
  • পিতামাতার প্রতি কর্তব্য
  • মানব কল্যাণে বিজ্ঞান
  • কম্পিউটার
  • পরিবেশ দূষন ও তার প্রতিকার
  • বাংলাদেশের প্রাকৃতিক দূর্যোগ ও তার প্রতিকার
  • বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য
  • শ্রমের মর্যাদা
  • আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
  • সমাজ উন্নয়নে ছাত্র সমাজের ভূমিকা
  • সংবাদপত্র
  • জাতি গঠনে নারী সমাজের ভূমিকা
মূলত এই ছিলো এসএসসি বাংলা ২য় সাজেশন ২০১৯
এবার আলোচনা করা যাক এসএসসি বাংলা ১ম পত্র নিয়ে। এস এস সি বাংলা সিলেবাস বেশ বড়। বাংলা প্রথম পত্রে ভালো করতে হলে প্রতিটি গল্প, কবিতা, উপন্যাস, নাটক খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে। কারণ সৃজনশীল প্রশ্ন থাকবে। এখানেও এসএসসি পরীক্ষার প্রশ্ন ২০১৮ বাদ দিয়ে পড়তে হবে। তবে ২০১৮ এর আগের এসএসসি পরীক্ষার প্রশ্নগুলো অবশ্যই পড়তে হবে। সেই সাথে টেস্ট পেপার থেকে ভালো ভালো স্কুলগুলোর টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো আয়ত্ত করতে পারলে প্রায় ৯০% প্রশ্ন কমন পাওয়া যাবে।



এসএসসি বাংলা ১ম পত্র :


বাংলা ১ম পত্রে ৭০ নম্বরের প্রশ্ন থাকবে। বাকি ৩০ নম্বর থাকবে বহুনির্বাচনী প্রশ্নে। গদ্য, পদ্য থেকে ন্যুনতম দুটি করে এবং উপন্যাস ও নাটক থেকে ন্যুনতম একটি করে প্রশ্নের উত্তর দিতে হবে। মোট ৭টি প্রশ্নের উত্তর দিতে হবে। ভালো ফলাফল করতে চাইলে শুধু শর্ট সাজেশনের উপর নির্ভর না করে  ২০১৯ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস সম্বলিত ভালো কোনো প্রকাশনীর এস এস সি সাজেশন ২০১৯ সংগ্রহ করে পড়তে হবে।
এসএসসি বাংলা ২য় সাজেশন, এসএসসি বাংলা ১ম পত্র

No comments:

Post a Comment