Breaking

Sunday 15 August 2021

বিমান বাহিনী নিয়োগ ২০২১ এর আবেদন চলছে

বিমান বাহিনী নিয়োগ

বিমান বাহিনী নিয়োগ ২০২১ চলছে। সাধারণত ৪ ধরনের পদে নিয়োগ দিয়ে থাকে বিমান বাহিনী। OFFICER, AIRMAN, MODC(AIR) এবং বেসামরিক পদে নিয়োগ দেয় বাংলাদেশ বিমান বাহিনী। বর্তমানে অফিসার পদে বিমান বাহিনী নিয়োগ 2021, বিমান বাহিনী এমওডিসি নিয়োগ ২০২১, বিমান বাহিনী নিয়োগ 2021 বেসামরিক এবং বিমান সেনা নিয়োগ ২০২১ চালু রয়েছে।

বাংলাদেশ বিমান বাহিনী সার্কুলার ২০২১ প্রকাশিত হয়েছে। যারা বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ ২০২১ এর অপেক্ষায় ছিলেন তাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। বিমান বাহিনী সার্কুলার 2021 অনুযায়ী অফিসার পদে আবেদন করা যাচ্ছে। এছাড়াও বিমান সেনা নিয়োগ ২০২১, বিমান বাহিনী এমওডিসি নিয়োগ ২০২১ এবং বিমান বাহিনী নিয়োগ 2021 বেসামরিক এ আবেদন করা যাচ্ছে। 



বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ সংক্রান্ত তথ্য সহ বিস্তারিত আলোচনা করা হয়েছে সমকাল ব্লগে।


বিমান সেনা নিয়োগ ২০২১ বর্তমানে চলমান। আগামীতে পুনরায় বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ 2021 শুরু হলে তা আমাদের পাঠকদের জানিয়ে দেয়া হবে।

তাহলে কথা না বাড়িয়ে বিস্তারিত জানা যাক বাংলাদেশ বিমান বাহিনী সার্কুলার ২০২১ সম্পর্কে।

    বিমান বাহিনী নিয়োগ ২০২১ (অফিসার) 




    অফিসার ক্যাডেট নিয়োগ ২০২১ (SPSSC 2021)


    অফিসার ক্যাডেট নিয়োগ ২০২১



    কোর্সের নাম: ৮৪ বিএএফএ


    পোস্ট : জিডি(পি),জিডি(এন),লজিস্টিক/এটিসি/এডিডব্লিউসি, ইঞ্জিনিয়ারিং, এডমিন।

    শিক্ষাগত যোগ্যতা : এসএসসি এবং এইচএসসি

    নাগরিকত্ব : বাংলাদেশী পুরুষ/মহিলা

    বৈবাহিক অবস্থা : অবিবাহিত

    বয়স: ১৬ বছর ৬ মাস থেকে ২২ বছর

    শারিরীক যোগ্যতা : সার্কুলার দেখুন

    আবেদন ফী: ১০০০ টাকা। আবেদন ফী জমাদানের নিয়মাবলী দেখুন নিয়োগ বিজ্ঞপ্তিতে।

    পরীক্ষা শুরু : ২৪শে নভেম্বর ২০২০

    যোগদানের সময় : ০৩রা জুলাই ২০২১

    ৮ই মার্চ ২০২১ পর্যন্ত অফিসার পদে আবেদন ও পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে

    আরো বিস্তারিত তথ্য জানতে বিজ্ঞপ্তি দেখুন

    ৮৪ বিএএফএ নিয়োগ


    কোর্সের নাম: ৮৫ বিএএফএ



    পোস্ট : জিডি (পি), জিডি (এন ),লজিস্টিক/এটিসি/এডিডব্লিউসি,এডমিন

    শিক্ষাগত যোগ্যতা : এসএসসি এবং এইচএসসি

    নাগরিকত্ব : বাংলাদেশী পুরুষ/মহিলা

    বৈবাহিক অবস্থা : অবিবাহিত

    বয়স: ১৬ বছর ৬ মাস থেকে ২২ বছর

    শারিরীক যোগ্যতা : সার্কুলার দেখুন

    আবেদন ফী: ১০০০ টাকা। আবেদন ফী জমাদানের নিয়মাবলী দেখুন নিয়োগ বিজ্ঞপ্তিতে।

    পরীক্ষা শুরু : ২৪শে নভেম্বর ২০২০

    যোগদানের সময় : ০১ জানুয়ারি ২০২২

    ২৮শে এপ্রিল ২০২১ পর্যন্ত অফিসার পদে আবেদন ও পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে

    আরো বিস্তারিত তথ্য জানতে বিজ্ঞপ্তি দেখুন

    ৮৫ বিএএফএ নিয়োগ

    পরীক্ষার তারিখ, পরীক্ষার কেন্দ্র এবং পরীক্ষা গ্রহনের সময়

    সকল বিভাগ ও জেলার প্রার্থীদের জন্য পরীক্ষা কেন্দ্র একটিই। বাংলাদেশ বিমান বাহিনী,তথ্য ও নির্বাচনী কেন্দ্র,পুরাতন বিমানবন্দর,  তেজগাঁও, ঢাকা, ১২১৫।

    পরীক্ষা গ্রহনের সময় প্রতিদিন সকাল ৮ টা। শুধুমাত্র রমজান মাসের জন্য সকাল ৯ টা। পরীক্ষার তারিখ দেখুন বিজ্ঞপ্তিতে।


    কোর্সের নাম: DE 2021


    DE 2021 নিয়োগ




    বিমান সেনা নিয়োগ ২০২১




    বাংলাদেশ  বিমান বাহিনী নিয়োগ ২০২১ বিমান সেনা পদে আবেদন শুরু হয়েছিল। আগ্রহী প্রার্থীদের অনলাইনে ফরম সংগ্রহ করে আবেদন করতে বলা হয়েছে। নির্বাচিত প্রার্থীদের কাজে যোগদানের সম্ভাব্য তারিখ দেখুন বিজ্ঞপ্তিতে। এছাড়াও পড়ুন প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১


    এন্ট্রি নং ৫০

    এসএসসি পাশে বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ ২০২১ বিমান সেনা পদে আবেদন শুরু হয়েছে। পরীক্ষা শুরুর তারিখ পর্যায়ক্রমে বিমান বাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে ফরম সংগ্রহ করে আবেদন করতে হবে। নির্বাচিত প্রার্থীদের কাজে যোগদানের সম্ভাব্য তারিখ ২৭শে মার্চ ২০২২।


    আবেদনের যোগ্যতা

    সাতটি টেকনিক্যাল পদে বিমান সেনা নিয়োগ ২০২১ এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদগুলো হলো :
    • টেকনিক্যাল ট্রেড
    • চিকিৎসা সহকারী
    • আইটি সহকারী 
    • এমটিওএফ
    • প্রোভোস্ট 
    • নন টেকনিক্যাল
    • আইটি সহকারী
    • পিএফএন্ডডিআই

    জাতীয়তা : বাংলাদেশী পুরুষ ও মহিলা।

    বয়স: সর্বোচ্চ ২৪ বছর

    বৈবাহিক অবস্থা : অবিবাহিত

    যোগদানের তারিখঃ ২৭শে মার্চ ২০২২

    প্রশিক্ষণঃ ৩৬ সপ্তাহ। 

    পরীক্ষার ফী: ২০০/=

    আবেদন শুরুঃ ১০ই আগস্ট ২০২১

    আবেদনের শেষ তারিখঃ ৩১শে আগস্ট ২০২১


    বিস্তারিত দেখে নিন বিজ্ঞপ্তিতে।


    বিমান সেনা নিয়োগ ২০২১


    বিমান বাহিনী এমওডিসি নিয়োগ ২০২১




    বিমান বাহিনী এমওডিসি নিয়োগ ২০২১ শুরু হয়েছে। এজন্য আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহবান করেছে বাংলাদেশ বিমান বাহিনী। পরীক্ষা গ্রহনের তারিখ, জেলা, কেন্দ্র, সময় ইত্যাদি তথ্য দেখে নিন সার্কুলারে। এছাড়াও পড়ুন জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

    এন্ট্রি নং ৪৯


    শিক্ষাগত যোগ্যতা : এসএসসি / সমমান পরীক্ষায় জিপিএ ন্যুনতম ২ পয়েন্ট

    বয়স : ০৩অক্টোবর ২০২১ পর্যন্ত বয়স ১৬-২১

    উচ্চতা: কমপক্ষে ৫'৬"

    বুকের মাপ : স্বাভাবিক ৩০" প্রসারণ কমপক্ষে ২"

    পরীক্ষার বিষয় : বাংলা, ইংরেজি লিখিত পরীক্ষা (এসএসসি সমমানের) , ডাক্তারী ও মৌখিক পরীক্ষা দিতে হবে

    আবেদন ফী: ১৫০ টাকা

    অনলাইনে আবেদনের সময়সীমা ঃ ২ই মে ২০২১ থেকে ৮ই মে ২০২১

    যোগদানের সম্ভাব্য তারিখ ঃ ৩ই অক্টোবর ২০২১


    বিমান বাহিনী এমওডিসি নিয়োগ ২০২১


    বিমান বাহিনী নিয়োগ 2021 আবেদন পদ্ধতি



    প্রার্থীগণ অনলাইনে অথবা সরাসরি আবেদন পত্র সংগ্রহ করতে পারবেন।

    • সরাসরি আবেদন পত্র সংগ্রহ করা যাবে পরীক্ষার অন্তত ১ দিন পূর্ব পর্যন্ত বিমান বাহিনীর সকল ঘাঁটি ও ইউনিট হতে অথবা বাংলাদেশ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা থেকে, ফী বাবদ নির্দিষ্ট টাকার ব্যাংক ড্রাফটের বিনিময়ে।
    • আবেদন পত্র সংগ্রহের পর তা স্বহস্তে পূরন করে পরীক্ষার সময় অন্যান্য কাগজপত্রের সাথে জমা দিতে হবে।
    • অনলাইন হতে আবেদনপত্র সংগ্রহ করা যাবে http://www.joinbangladeshairforce.mil.bd/ ওয়েবসাইটে লগইন করে অথবা JOINBAF এন্ড্রোয়েড এপস এর মাধ্যমে। এজন্য নির্ধারিত নিয়মে অনলাইনে ফরম পূরন করে  ফী পরিশোধ করতে হবে।

    বিমান বাহিনী নিয়োগ 2021 বেসামরিক




    বিমান বাহিনী নিয়োগ 2020 বেসামরিক
    বিমান বাহিনী নিয়োগ বেসামরিক 2020
    বিমান বাহিনী নিয়োগ আবেদন ফরম

    বাংলাদেশ বিমান বাহিনী সার্কুলার ২০২১ বা বিমান বাহিনী নিয়োগ প্রস্তুতি সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকলে তা আমাদের জানাতে পারেন। যথাসম্ভব উত্তর দেয়া হবে।

    13 comments:

    1. স্যার আবার পুলিশ সারকুলার কবে আসবে

      ReplyDelete
      Replies
      1. সার্কুলার হলে আমরা আপডেট দেবো।

        Delete
    2. dinajpure exam kobe hobe akta time dicilo but sedin kono exam hoy nai

      ReplyDelete
    3. Modc result 2020,Chattogram zilla.

      ReplyDelete
    4. নন-টেকনিক্যাল কেন বন্ধ হয়েছে

      ReplyDelete
    5. Apply করার সময় আমার জন্ম নিবন্ধন নং এর দুইটা কোড ভুল হইছে। এখন আমার apply কি বাতিল হবে। আমাক এখন কি করতে হবে বলবেন প্লিজ।

      ReplyDelete
    6. Replies
      1. নতুন সার্কুলার আপডেট দেওয়া হচ্ছে।

        Delete
    7. বিমান বাহিনীর তো আবেদন করা যায় না। আর কি আবেদন করা যাবে না

      ReplyDelete
    8. বিমান বাহিনীর আবেদন কি বন্ধ করে দিয়েছে আর কি করা যাবে না

      ReplyDelete