Breaking

Friday 24 January 2020

ডিগ্রি ৩য় বর্ষের রেজাল্ট ২০২০ প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় | ডিগ্রি ফাইনাল রেজাল্ট

ডিগ্রি ৩য় বর্ষের রেজাল্ট

ডিগ্রি ৩য় বর্ষের রেজাল্ট ২০২০ প্রকাশিত হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের ৩য় বর্ষ তথা ডিগ্রি ফাইনাল রেজাল্ট ২০২০ সম্পর্কে আলোচনা করা হয়েছে এখানে। পরীক্ষার্থীরা যাতে সহজেই তাদের ডিগ্রি রেজাল্ট দেখতে পান এজন্য ডিগ্রি ৩য় বর্ষের ফলাফল ২০২০ দেখার সহজ পদ্ধতি আলোচনা করা হয়েছে। আরো পড়ুন ডিগ্রি ১ম বর্ষের রুটিন ২০২০

    ডিগ্রি ৩য় বর্ষের রেজাল্ট ২০২০




    জাতীয় বিশ্ববিদ্যালয় প্রকাশিত তথ্যমতে ২০১৮ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের ৩য় বর্ষের পরীক্ষার ফলাফল ১৫-০১-২০২০ তারিখে প্রকাশিত হয়। সারাদেশের ৭০৩ টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছিল এ পরীক্ষাটি এবং ১৮১৫ টি কলেজের মোট ২,১৯,৩৪১ জন পরীক্ষার্থী এতে অংশ নিয়েছিল। পাশের হার শতকরা ৬১.৯২%। দেখুন অনার্স ৪র্থ বর্ষের রুটিন ২০২০
    ডিগ্রি ফাইনাল রেজাল্ট ২০২০

    ডিগ্রি ফাইনাল রেজাল্ট ২০২০ দেখুন অনলাইনে





    • অনলাইনে পরীক্ষার ফলাফল দেখতে প্রথমে ভিজিট করুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট।
    • বামপাশে ডিগ্রি এবং থার্ড ইয়ার সিলেক্ট করুন।
    • Individual Result সিলেক্ট করুন।
    • রেজিস্ট্রেশন নম্বর এবং পাশের বছর সঠিকভাবে পূরন করুন।
    • ক্যাপচা কোডটি সঠিকভাবে বসান।
    • এখন সর্বশেষ সার্চ রেজাল্ট এ ক্লিক করলেই দেখতে পাবেন আপনার ডিগ্রি ৩য় বর্ষের রেজাল্ট।
    জাতীয় বিশ্ববিদ্যালয়

    ডিগ্রি ৩য় বর্ষের রেজাল্ট দেখুন এসএমএসএ




    এছাড়াও পরীক্ষার্থীরা সেল ফোনে এসএমএসের মাধ্যমেও তাদের পরীক্ষার ফলাফল দেখতে পারেন। এজন্য নিচের ফরম্যাট অনুযায়ী এসএমএস পাঠাতে হবে।

    SMS Format: NU [space] DEG [space] roll_no

    Example: NU DEG 8600765

    অতঃপর যে কোনো মোবাইল অপারেটর থেকে ১৬২২২ নম্বরে এসএমএসটি পাঠিয়ে দিন। ফিরতি এসএমএসের মাধ্যমে সাম্প্রতিক পরীক্ষার ফলাফলটি জানিয়ে দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়। আরো পড়ুন ডিগ্রি ২য় বর্ষ পরীক্ষার রুটিন ২০২০

    ডিগ্রি ৩য় বর্ষের ফলাফল পুনঃনিরীক্ষণ




    প্রকাশিত ফলাফল সম্পর্কে কোনো সন্দেহ বা আপত্তি থাকলে তা ফলাফল প্রকাশের ১ মাসের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর লিখিত আবেদনের মাধ্যমে জানাতে হয়। এর পরে আর কোনো অভিযোগ গ্রহণযোগ্য হয়না। ডিগ্রি ৩য় বর্ষের ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন সংক্রান্ত নোটিশ দেখুন এবং প্রয়োজনে নিয়মানুযায়ী পুনঃনিরীক্ষণের আবেদন করুন।
    ডিগ্রি ৩য় বর্ষের ফলাফল পুনঃনিরীক্ষণ

    2 comments:

    1. খুবই সুন্দর ও সাবলিল আর্টিকেল। বাংলা ভাষায় ভালো ব্লগগুলোর মধ্যে একটি। এখানের লেখাগুলো খুবই ভালো লাগে। আর এগুলো খুবই উপকার করে। এরকমই ভালো ভালো লেখা উপহার দিবেন। এমনটাই আশা করি। ভালো থাকবেন।
      Brunei Government Free Scholarship For Bangladeshi

      ReplyDelete
    2. ডিগ্রী ৩য় বর্ষ ফলাফল পূর্ণ নিরিক্ষণ রেজাল্ট কবে হবে কেউ বলতে পারেন?

      ReplyDelete