৪২ ও ৪৩ তম বিসিএস সার্কুলার ২০২০ প্রকাশিত হয়েছে। প্রকাশিত দুটি সার্কুলারের মধ্যে ৪২তম বিসিএস একটি বিশেষ বিসিএস এবং ৪৩তম বিসিএস হলো সাধারণ। ৪২তম বিশেষ বিসিএস দ্বারা শুধু চিকিৎসক নেওয়া হবে ২০০০ এবং ৪৩তম বিসিএস দ্বারা বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জন কর্মকর্তা নেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত নিয়মাবলী মেনে আবেদন করতে হবে। ৪২ ও ৪৩তম বিসিএস নিয়ে বিস্তারিত আলোচনা আছে এই পেজে,সাথেই থাকুন।
প্রথমেই বিসিএস সম্পর্কে কিছু কথা - বিসিএস এর পূর্ণরূপ হলো বাংলাদেশ সিভিল সার্ভিস। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন দ্বারা এই সংস্থা নিয়ন্ত্রিত হয়। বিসিএস বা বাংলাদেশ সিভিল সার্ভিস বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ একটি সংস্থা। বিসিএসের ক্যাডার হলো ২৬টি।
১৪ টি সাধারণ ক্যাটাগরি ও ১২ টি পেশাগত এই মোট ২৬টি। আরও পড়ুন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় নিয়োগ ২০২১
প্রথমেই বিসিএস সম্পর্কে কিছু কথা - বিসিএস এর পূর্ণরূপ হলো বাংলাদেশ সিভিল সার্ভিস। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন দ্বারা এই সংস্থা নিয়ন্ত্রিত হয়। বিসিএস বা বাংলাদেশ সিভিল সার্ভিস বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ একটি সংস্থা। বিসিএসের ক্যাডার হলো ২৬টি।
১৪ টি সাধারণ ক্যাটাগরি ও ১২ টি পেশাগত এই মোট ২৬টি। আরও পড়ুন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় নিয়োগ ২০২১
- ৪২তম বিসিএস সার্কুলার ২০২১ এর (মৌখিক পরীক্ষা)
- ৪২তম বিসিএস সার্কুলার ২০২১
- ৪২ তম বিসিএস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
- 42 তম বিসিএস নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড
- ৪২তম বিসিএস সার্কুলার ২০২০ PDF সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুন এবংঅনলাইনে আবেদন করুন।
- ৪৩ তম বিসিএস
- 43 তম বিসিএস নিয়োগ
- ৪৩ তম বিসিএস পরীক্ষার বিষয় ও নম্বর
- 43 তম বিসিএস নিয়োগ বিজ্ঞপ্তি/৪৩ তম বিসিএস সার্কুলার ২০২০ ডাউনলোড
- ৪২তম বিসিএস সার্কুলার ২০২০ PDF সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুন
- বিসিএস এর প্রিলিমিনারি লিখিত এবং মৌখিক পরীক্ষার নম্বর বন্টনের নিয়ম
- বিসিএস নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন প্রনালী
- বিসিএস আবেদন ফি দেয়ার নিয়ম
সাধারণ ক্যাডার
বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন), বাংলাদেশ সিভিল সার্ভিস (আনসার), বাংলাদেশ সিভিল সার্ভিস (নিরীক্ষা ও হিসাব), বাংলাদেশ সিভিল সার্ভিস (সমবায়), বাংলাদেশ সিভিল সার্ভিস (শুল্ক ও আবগারি), বাংলাদেশ সিভিল সার্ভিস (পরিবার পরিকল্পনা), বাংলাদেশ সিভিল সার্ভিস (খাদ্য), বাংলাদেশ সিভিল সার্ভিস (পররাষ্ট্র), বাংলাদেশ সিভিল সার্ভিস (তথ্য), বাংলাদেশ সিভিল সার্ভিস (পুলিশ), বাংলাদেশ সিভিল সার্ভিস (ডাক), বাংলাদেশ সিভিল সার্ভিস (রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক), বাংলাদেশ সিভিল সার্ভিস (কর),বাংলাদেশ সিভিল সার্ভিস (বাণিজ্য)
প্রফেশনাল ক্যাডার
বিসিএস (সড়ক ও জনপথ),বিসিএস (গণপূর্ত),বিসিএস (জনস্বাস্থ্য প্রকৌশল),বিসিএস (বন),বিসিএস (স্বাস্থ্য),বিসিএস (রেলওয়ে প্রকৌশল),বিসিএস (পশুসম্পদ),বিসিএস (মৎস্য),বিসিএস (পরিসংখ্যান আরও পড়ুন স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
৪২তম বিসিএস সার্কুলার ২০২১ এর (মৌখিক পরীক্ষা)
৪২তম বিসিএস এর মৌখিক পরীক্ষা শুরু হবে আগামী ১০ আগস্ট থেকে। নিচে এই পরীক্ষার সময়সূচি সহ তালিকাটি দেওয়া হলো।
৪২তম বিসিএস সার্কুলার ২০২১
৪২তম বিসিএস সার্কুলার ২০২০ প্রকাশিত হয়েছে। বাংলাদেশ সরকারী কর্ম কমিশন এর ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ৪২ তম বিসিএস এ বিশেষ ধরনের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এটি শুধু স্বাস্থ্য ক্ষেত্রে প্রযোজ্য হবে। ৪২তম বিসিএসে শুন্য পদের সংখ্যা ২০০০। ৪২ তম বিশেষ বিসিএস নিয়ে নিচে বিস্তারিত আলোচনা আছে। আরও পড়ুন জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
৪২ তম বিসিএস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
ক্যাডারের নামঃ বি.সি.এস ( স্বাস্থ্য)
পদের নামঃ সহকারী সার্জন
পদের সংখ্যাঃ ২০০০ জন
ক্যাডার পদের কোডঃ ৪১০
শিক্ষাগত যোগ্যতাঃ এম.বি.বি এস অথবা সমমান ডিগ্রি
বয়সঃ ২১-৩২ বছর
নাগরিকত্বঃ অবশ্যই বাংলাদেশী হতে হবে
লিঙ্গঃ নারী/পুরুষ
আবেদন শুরুঃ ৭ই ডিসেম্বর ২০২০
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখঃ ৩০শে নভেম্বর ২০২০
বিসিএসের ধরণঃ বিশেষ
আবেদনের শেষ তারিখঃ ২৭শে ডিসেম্বর ২০২০
৪২তম বিসিএস পরীক্ষার বিষয়গুলোর সাথে মানবন্টন নিচে দেওয়া
- মেডিকেলসায়েন্স-১০০
- বাংলা-২০
- ইংরেজি-২০
- বাংলাদেশ বিষয়াবলি-২০
- আন্তর্জাতিক বিষয়াবলি-২০
- মানসিক দক্ষতা-১০
- মানসিক দক্ষতা-১০
- সর্বমোট---২০০
42 তম বিসিএস নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড
৪২তম বিসিএস সার্কুলার ২০২০ PDF সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুন এবংঅনলাইনে আবেদন করুন।
৪৩ তম বিসিএস
৪৩ তম বিসিএস বিজ্ঞপ্তি ২০২০ প্রকাশিত হয়েছে। 43তম বিসিএস এর বিজ্ঞপ্তি bpsc.gov.bd অর্থাৎ বাংলাদেশ সরকারী কর্ম কমিশন এর ওয়েবসাইটে প্রকাশ হয়েছে। ৪৩ তম বিসিএস সম্পর্কে বিস্তারিত আলোচনা পাবেন আমাদের এই পেজে। সমকাল ব্লগের সাথেই থাকুন।
নিন্মলিখিত শুণ্য পদসমূহের জন্য ৪৩ তম বিসিএসের প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লিখিত নির্দেশনা অনুযায়ী যোগ্য প্রার্থীদের যথাযথ নিয়মে আবেদন করার আহ্বান করা হয়েছে। নিচে অফিসিয়াল বিজ্ঞপ্তিসহ বিস্তারিত আলোচনা আছে।
ক্যাডার ও পদসংখ্যা
৪৩ বিসিএস বিজ্ঞপ্তি ১ হাজার ৮১৪ পদসংখ্যা । শিক্ষাক্ষেত্রে সবচেয়ে বেশি পদ রাখা হয়েছে। আর যে পদগুলো আছে তার তালিকা নিচে আছে।
43 তম বিসিএস নিয়োগ
নিন্মলিখিত শুণ্য পদসমূহের জন্য ৪৩ তম বিসিএসের প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লিখিত নির্দেশনা অনুযায়ী যোগ্য প্রার্থীদের যথাযথ নিয়মে আবেদন করার আহ্বান করা হয়েছে। নিচে অফিসিয়াল বিজ্ঞপ্তিসহ বিস্তারিত আলোচনা আছে।
ক্যাডার ও পদসংখ্যা
৪৩ বিসিএস বিজ্ঞপ্তি ১ হাজার ৮১৪ পদসংখ্যা । শিক্ষাক্ষেত্রে সবচেয়ে বেশি পদ রাখা হয়েছে। আর যে পদগুলো আছে তার তালিকা নিচে আছে।
ক্যাডরের নাম পদসংখ্যা
শিক্ষা-৮৪৩
প্রশাসন-৩০০
পুলিশ-১০০
পররাষ্ট্র-২৫
অডিট -৩৫
ট্যাক্স-১৯
কাস্টমস-১৪
সমবায়-২০
ডেন্টাল সার্জন-৭৫
অন্যান্য ক্যাডার-৩৮৩
শিক্ষা-৮৪৩
প্রশাসন-৩০০
পুলিশ-১০০
পররাষ্ট্র-২৫
অডিট -৩৫
ট্যাক্স-১৯
কাস্টমস-১৪
সমবায়-২০
ডেন্টাল সার্জন-৭৫
অন্যান্য ক্যাডার-৩৮৩
৪৩ তম বিসিএস পরীক্ষার বিষয় ও নম্বর
বাংলা ভাষা ও সাহিত্য-৩৫
ইংরেজি ভাষা ও সাহিত্য-৩৫
বাংলাদেশ বিষয়াবলি-৩০
আন্তর্জাতিক বিষয়াবলি-২০
পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা-১০
সাধারন বিজ্ঞান-১৫
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি -১৫
গাণিতিক যুক্তি-১৫
ধারণামূলক বিশ্লেষণ-১৫
নীতি ও সুশাসন-১০
মোট-----২০০
43 তম বিসিএস নিয়োগ বিজ্ঞপ্তি/৪৩ তম বিসিএস সার্কুলার ২০২০ ডাউনলোড
৪২তম বিসিএস সার্কুলার ২০২০ PDF সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুন
আবেদনের শেষ তারিখঃ ৩১শে জানুয়ারী ২০২০
বিসিএস এর প্রিলিমিনারি লিখিত এবং মৌখিক পরীক্ষার নম্বর বন্টনের নিয়ম
৪২ তম বিশেষ এই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে যাবতীয় তথ্য প্রকাশ করা হয়েছে। স্পেশাল এই বিসিএসের প্রিলিমিনারি এক্সাম হবে ২ঘন্টা।
- এমসিকিউ এর নম্বর নির্ধারিত হয় প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য ১( এক) এবং একটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কেটে নেওয়া হবে।
- লিখিত পরীক্ষার নম্বর কমিশনের মাধ্যমে নির্ধারণ করা হবে।
- সবার শেষে মৌখিক পরীক্ষার পাশ নম্বর নির্ধারণ করা হয়েছে ৫০।
বিসিএস নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন প্রনালী
আগ্রহী প্রার্থীকে http://bpsc.teletalk.com.bd অথবা www.bpsc.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত অনলাইন আবেদনপত্র পূরণ করে অনলাইেন রেজিস্ট্রেশন করতে হবে এবং নির্ধারিত নিয়মে ফি জমা দিতে হবে।
উল্লিখিত ওয়েবসাইট ওপেন করলে অনলাইনে আবেদনপত্র পূরণের বিস্তারিত নির্দেশনা পাওয়া যাবে।
বিসিএস আবেদন ফি দেয়ার নিয়ম
১ম এসএমএস
BCS<space>User ID লিখে
send করতে হবে 16222 নম্বরে।
যেমনঃ BCS WFGIYOPDH
Reply: Applicant’s Name, Tk-700(100 Tk. for Physically Handicapped, Ethnic Minority Group and Third Gender Group Candidates) will be Charged as Application Fee. Your PIN is (8 digit number) 24575438. To Pay Fee, type BCS < Space>Yes<Space>PIN and send to 16222.
২য় এসএমএস
BCS <space>Yes<Space>PIN লিখে send করতে হবে 16222 নম্বরে।
যেমনঃ BCS YES 24575438
Reply : Congratulations! Applicant’s Name, payment completed successfully for 40th BCS
Examination. User ID is (******) and Password (*******).
N.B.: For Lost Password, Please Type BCS<Space>HELP<Space>SSC Board <Space> SSC
Roll<Space>SSC Year and send to
No comments:
Post a Comment