Breaking

Monday 2 August 2021

বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ 2021 শুরু হয়েছে [বেসামরিক]

বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ



    বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ 2021 সার্কুলার

    সেনাবাহিনী নিয়োগ 2021 সার্কুলার প্রকাশিত হয়েছে। ফলে শুরু হলো বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ 2021। এখানে আলোচনা করা হয়েছে সৈনিক পদে নিয়োগ ২০২১, সেনাবাহিনী বেসামরিক নিয়োগ ২০২১ এবং সেনাবাহিনী অফিসার নিয়োগ ২০২১ সম্পর্কে। বাংলাদেশ সেনাবাহিনী একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। অনেক তরুনের স্বপ্ন থাকে সেনাবাহিনীতে চাকরি করার। তাই সেনাবাহিনী নিয়োগ এর জন্য অনেকেই উদগ্রীব থাকেন। তবে সবসময় সেনাবাহিনী নতুন নিয়োগ পাওয়া যায়না।

    সুতরাং সেনাবাহিনীর সার্কুলার ২০২১ এর জন্য যারা অপেক্ষা করছেন তাদের জন্য এটি সুখবর। আলোচ্য লেখাটিতে আমরা বিশদভাবে জানবো সেনাবাহিনী নিয়োগ 2021 সম্পর্কে। বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০২১, পুলিশ নিয়োগ ২০২১, বিমান বাহিনী নিয়োগ ২০২১, বাংলাদেশ রেলওয়ে নিয়োগ ২০২১ সম্পর্কে সবসময় সর্বশেষ আপডেট জানতে নিয়মিত পড়ুন সমকাল ব্লগ।

    সৈনিক পদে নিয়োগ ২০২১




    সৈনিক পদে নিয়োগ ২০২০ এর জন্য সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০ প্রকাশিত হয়েছে।

    এসএমএস এবং অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে ১ ডিসেম্বর ২০২০ থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত।

    আরো বিস্তারিত জানুন অফিসিয়াল বিজ্ঞপ্তিতে

    সৈনিক পদে নিয়োগ ২০২০

    জ্ঞাতব্য বিষয় হলো সৈনিক পদে নিয়োগ 2020 এর জন্য প্রার্থীকে অবশ্যই প্রথমে টেলিটক প্রিপেইড সিম থেকে এসএমএসের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে।

    সঠিকভাবে এসএমএসের মাধ্যমে রেজিস্ট্রেশন করার পর ফিরতি এসএমএসের মাধ্যমে User ID এবং Password পাওয়া যাবে। উক্ত User ID এবং Password ব্যবহার করে http://sainik.teletalk.com.bd ওয়েবসাইটে Login করে পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে হবে।

    পরীক্ষার ৭২ ঘন্টা পূর্বে আবেদনকারীদের এসএমএস করে পরীক্ষার তারিখ এবং সময় জানিয়ে দেয়া হবে। এছাড়া প্রার্থী নিজেও টেলিটক মোবাইল থেকে ৬৫৯৬ নম্বরে এসএমএস করে পরীক্ষার তারিখ এবং সময় জেনে নিতে পারবেন।এসএমএস পাঠানোর নিয়ম দেখুন বিজ্ঞপ্তিতে।

    পাঁচটি ক্যাটাগরিতে সৈনিক পদে নিয়োগ দেয়া হয়। টেলিটক প্রিপেইড সিম থেকে দুটি এসএমএস পাঠিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।পাঁচটি ক্যাটাগরির জন্য প্রথম এসএমএসটি ভিন্ন ভিন্ন হবে। নিচে প্রতিটি ক্যাটাগরির জন্য ভিন্ন ভিন্ন এসএমএস পদ্ধতি দেয়া হলো।

    প্রথম এসএমএস পদ্ধতি



    সাধারণ প্রার্থীদের (জিডি) জন্য এসএমএস পদ্ধতি

    SAINIK<Space>1st three letters of SSC board<Space>Roll<Space>Passing year<Space>District code

    উদাহরন: SAINIK DHA 012345 2015 34

    বিএনসিসি BNCC প্রার্থীদের জন্য এসএমএস পদ্ধতি

    SAINIK<Space>1st three letters of SSC board<Space>Roll<Space>Passing year<Space>District code<Space>BNCC

    উদাহরন : SAINIK DHA 012345 2016 34 BNCC

    টিটিটিআই TTTI প্রার্থীদের জন্য এসএমএস পদ্ধতি

    SAINIK<Space>1st three letters of SSC board<Space>Roll<Space>Passing year<Space>District code<Space>TTTI

    উদাহরন : SAINIK DHA 012345 2016 34 TTTI

    সেনা সন্তান SS প্রার্থীদের জন্য এসএমএস পদ্ধতি

    SAINIK<Space>1st three letters of SSC board<Space>Roll<Space>Passing year<Space>District code<Space>SS<Space>Exam center code

    উদাহরন: SAINIK DHA 012345 2016 34 SS 111

    টেকনিক্যাল ট্রেডের TT প্রার্থীদের জন্য এসএমএস পদ্ধতি

    SAINIK<Space>1st three letters of SSC board<Space>Roll<Space>Passing year<Space>District code<Space>TT<Exam center code<Space>Trade code

    উদাহরন: SAINIK DHA 012345 2016 34 TT 111 DVR

    উল্লেখ্য District code, Exam center code এবং Trade code বিজ্ঞপ্তিতে দেখুন।এসএমএস পাঠাতে হবে ৬২২২ নম্বরে।

    দ্বিতীয় এসএমএস পদ্ধতি



    প্রথম এসএমএস পাঠানোর পর একটি পিন নম্বর সম্বলিত ফিরতি এসএমএস পাঠানো হবে।পিন নম্বরটি দিয়ে নিম্নলিখিতভাবে দ্বিতীয় এসএমএস পাঠাতে হবে।পরীক্ষার ফী বাবদ ২০০ টাকা কেটে নেয়া হবে।এজন্য ফোনে পর্যাপ্ত ব্যালেন্স থাকতে হবে।

    SAINIK<Space>Yes<Space>PIN Number<Space>Contact Mobile Number and send to 6222

    উদাহরণ : SAINIK YES 012345 01××××××××× send to 6222

    উল্লেখ্য মহিলা প্রার্থীদের ক্ষেত্রে SAINIK এর জায়গায় FSAINIK লিখে প্রথম ও দ্বিতীয় এসএমএস পাঠাতে হবে।

    আবেদনকারী: পুরুষ ও মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন।

    শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীদের অবশ্যই এসএসসি পরীক্ষায় নূন্যতম জিপিএ ২.৫০ থাকতে হবে। তবে পিডি এবং পেইন্টার পেশার ক্ষেত্রে অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে।

    বয়স: প্রার্থীদের বয়স ১৭ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে। এফিডেফিট গ্রহনযোগ্য নয়।

    শারীরিক যোগ্যতা : সৈনিক পদে আবেদনের জন্য পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ১.৬৮ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি), ওজন ৪৯.৯০ কেজি (১১০ পাউন্ড), বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি), প্রসারণ অবস্থায় ০.৮১ মিটার (৩২ ইঞ্চি) থাকতে হবে। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ১.৬০ মিটার (৫ ফুট ৩ ইঞ্চি), ওজন ৪৭ কেজি (১০৩ পাউন্ড), বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ০.৭১ মিটার (২৮ ইঞ্চি), প্রসারণ অবস্থায় ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি) থাকতে হবে।

    বৈবাহিক অবস্থা: প্রার্থীদের অবশ্যই অবিবাহিত হতে হবে (তালাকপ্রাপ্ত নয়)।

    সাঁতার: সাঁতার জানা অত্যাবশ্যক (ন্যুনতম ৫০ মিটার)।

    সেনাবাহিনীতে চাকুরীর সুযোগ-সুবিধা : নির্ধারিত স্কেলে বেতন, ভাতা এবং পেনশনসহ বিনামূল্যে আহার ও বাসস্থান, নিজ, পরিবারবর্গ এবং পিতা-মাতা/শ্বশুর-শ্বাশুরীর জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসার সুবিধা, বিনামূল্যে সরকারী পোশাক পরিচ্ছদ, নিজ ও পরিবারবর্গের জন্য ভর্তুকি মূল্যে রেশন প্রদান, সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সন্তানদের জন্য যোগ্যতা সাপেক্ষে উচ্চ শিক্ষার সুযোগ।

    নির্বাচন পদ্ধতি : লিখিত পরীক্ষা (বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান), শারীরিক পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে।

    ভর্তি পরীক্ষার সময় অবশ্যই বিজ্ঞপ্তিতে উল্লেখিত সনদপত্র/ছবি/পে-অর্ডার/ব্যাংক ড্রাফট/লেখার সামগ্রী সঙ্গে আনতে হবে।

    সেনাবাহিনী বেসামরিক নিয়োগ ২০২১


    বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিচে বিস্তারিত আলোচনা আছে।

    পদের সংখ্যাঃ ৬৩৬ টি

    আবেদনের শেষ তারিখঃ ৩১শে আগস্ট ২০২১


    সেনাবাহিনী বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি


    সেনাবাহিনী বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি

    সেনাবাহিনী বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি ১


    সেনাবাহিনী বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি ২


    সেনাবাহিনী বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি ৩

    সেনাবাহিনী বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি ৪


    সেনাবাহিনী বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি ৫

    সেনাবাহিনী বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি ৬

    সেনাবাহিনী বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি ৭

    সেনাবাহিনী বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি ৮

    সেনাবাহিনী বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি ৯

    সেনাবাহিনী বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি ১০

    আরো কয়েকটি পেজ আছে যেগুলো পেতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন। 


    আর্মি মেডিকেল কলেজ বগুড়া নিয়োগ ২০২১


    সেনাবাহিনী বেসামরিক নিয়োগ ২০২১





    আবেেদনের শেষ তারিখঃ ৮ই আগষ্ট ২০২১

    সেনাবাহিনীর অফিসার পদে নিয়োগ ২০২১






    ২৭তম ডিএসএসসি (স্পেশাল পারপাস) এএমসি নিয়োগ ২০২১

    ২৭তম ডিএসএসসি (স্পেশাল পারপাস) এএমসি নিয়োগ ২০২১ প্রকাশিত হয়েছে। প্রকৃত বাংলাদেশী নাগরিকরা আবেদন করতে পারবে।  আরো বিস্তারিত পড়ুন নিচে বিজ্ঞপ্তিসহ আলোচনা আছে।


    আবেদন শুরু: ১২ই মার্চ ২০২১

    আবেদন শেষ: ১০ই এপ্রিল ২০২১

    বয়স: অনূর্ধ্ব ৪০ বছর

    বৈবাহিক অবস্থাঃ অবিবাহিত

    আবেদন ফিঃ ১০০০ টাকা

    যোগ্যতাঃ বিজ্ঞপ্তি দেখুন 

    https://joinbangladesharmy.army.mil.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে। 

    আরো বিস্তারিত জানতে নিচের অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন


    ২৭তম ডিএসএসসি (স্পেশাল পারপাস) এএমসি নিয়োগ ২০২১


    ৭৮তম ডিএসএসসি (এএমসি) নিয়োগ ২০২১

    ৬৫তম ডিএসএসসি (এডিসি) নিয়োগ



    ৭৮তম ডিএসএসসি নিয়োগ ২০২১ প্রকাশিত হয়েছে। প্রকৃত বাংলাদেশী নাগরিকরা আবেদন করতে পারবে।  আরো বিস্তারিত পড়ুন নিচে বিজ্ঞপ্তিসহ আলোচনা আছে।

    আবেদন শুরু: ২ই জুলাই ২০২১

    আবেদন শেষ: ২৫শে আগস্ট ২০২১

    বয়স: অনূর্ধ্ব ২৮ বছর

    যোগ্যতাঃ বিজ্ঞপ্তি দেখুন 

    https://joinbangladesharmy.army.mil.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে। 

    আরো বিস্তারিত জানতে নিচের অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন


    ৭৮তম ডিএসএসসি নিয়োগ ২০২১







    ৮৭ তম বিএমএ লং কোর্স



    আবেদন শুরু: ০৫ই মার্চ ২০২১

    আবেদন শেষ: ২২শে মে ২০২১

    বয়স: ১৭ থেকে ২১ বছর

    আরো বিস্তারিত দেখুন নিচের  অফিসিয়াল বিজ্ঞপ্তিতে



    ৮৭ তম বিএমএ নিয়োগ





    সেনাবাহিনীর অফিসার পদে আবেদন পদ্ধতি




    সেনাবাহিনীর কমিশন্ড অফিসার পদে নিয়োগের জন্য নিম্নলিখিতভভাবে আবেদন করতে হবে :

    • অনলাইনে https://joinbangladesharmy.army.mil.bd ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে ।
    • ওয়েবসাইটে প্রবেশ করে Homepage এর Apply now এ ক্লিক করে আবেদন ফরম পূরন করতে হবে।
    • Trust Bank t-cash, VISA/Master card,  Bkash অথবা Rocket এর মাধ্যমে আবেদন ফী বাবদ ১০০০ টাকা জমা দিতে হবে।
    • সাথে সাথেই লিখিত পরীক্ষার জন্য কল আপ লেটার পাওয়া যাবে।
    • আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে কল আপ লেটার প্রিন্ট করে নিতে হবে।
    • লিখিত ও মৌখিক পরীক্ষার সময় কল আপ লেটার সাথে বহন করতে হবে।

    এম ও ডি সি (MODC) নিয়োগ ২০২১


    সেনাবাহিনী

    7 comments:

    1. i am agree.
      please tell me.....

      ReplyDelete
    2. I'm a student of 2021 batch.
      Can I apply for it?

      ReplyDelete
      Replies
      1. বিজ্ঞপ্তিগুলো ভালো করে দেখুন কি পদে এপ্লাই করতে পারবেন। ধন্যবাদ।

        Delete
    3. আমি অনেক আগে এসএসি পাশ করেছি। তখন তো জিএসি সাটিফেকেট ছিল না তো কি ভাবে আবেদন করব

      ReplyDelete
    4. আমি ২০২২ সালের এসএসসি পরীক্ষাথী। এখন আমি কী সেনাবাহিনীতে এ্যাপ্লাই করতে পারবো

      ReplyDelete
    5. ২০২১ সালে আমি নাইনে বিজ্ঞান শাখার ছাএ আমি কি ২০২৩ সালে সেনাবাহিনী পদে আবেদন করতে পার

      ReplyDelete