আর এই আনন্দের অন্যতম একটি অংশ হলো সবার সাথে ঈদ মোবারক আদানপ্রদান। যা আমাদের ঈদ আনন্দ কে অনেকগুন বাড়িয়ে দেয়। সাধারণত যাদের সামনে পাওয়া যায় তাদের সরাসরি ঈদ মোবারক জানাই আমরা।
বর্তমানে ঈদ মোবারক উইশ লিখে জানানোটাই বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। ফেসবুক, ইমু মোবাইল মেসেজ,হোয়াটসআপ ইত্যাদি বিভিন্ন মাধ্যম ব্যবহার করে আমরা ঈদ মোবারক উইশ করি। আর এই উইশ গুলো জানাতে পাঠকদের একটু সহজ করে দেওয়ার জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস। আশা করছি আমার সাইটের প্রিয় পাঠকগন একটু হলেও উপকৃত হবেন।
ঈদ মোবারক নিয়ে লেখা আমার এই উইশ গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই প্রিয় মানুষদের সাথে শেয়ার করবেন এবং কমেন্ট করে নিজ নিজ মতামত জানাবেন। আরো সুন্দর সুন্দর পোস্ট পেতে সমাকাল ব্লগের সাথেই থাকুন।
🌼 বাকা চাঁদের হাসিতে।
ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস
🌼 বাকা চাঁদের হাসিতে।
ঈদের দিনে তোমার
জীবন ভরে উঠুক খুশিতে।
ঈদ মোবারক।অনেক
অনেক ঈদের শুভেচ্ছা।
🌼আল্লাহর রহমত সবসময়
🌼আল্লাহর রহমত সবসময়
তোমার সাথে থাকুক।
ঈদ মোবারক।
🌼আজকের এই শুভ
🌼আজকের এই শুভ
দিন তোমার জীবনে
অনেক আনন্দ এবং
খুশি নিয়ে আসুক।
শুভ ঈদ।
🌼শুভ ঈদ।তোমার এবং
🌼শুভ ঈদ।তোমার এবং
তোমার পরিবারের জন্য
একটি আনন্দময়
ঈদ কামনা করছি।
🌼আজ এই খুশির
🌼আজ এই খুশির
দিনে তোমার এবং
তোমার পরিবারের
প্রতিটি মুহুর্ত আনন্দে
ভরে উঠুক। আর এই
আনন্দ চিরকাল স্থায়ী হোক।
শুভ ঈদ মোবারক।
ঈদ মোবারক শুভেচ্ছাবাণী
🌼 রহমত সর্বদা তোমার এবং তোমার পরিবারের সাথে থাকুক। শুভ ঈদ
🌼আজ এই ঈদের দিনে তোমার মনে আনন্দের বন্যা বয়ে যাক।আমার অন্তরের অন্তহীন ভালোবাসার সাথে ঈদ মোবারক গ্রহণ করো।
🌼আজ এই ঈদের দিন তোমার জীবনে সুখ,আনন্দ,সমৃদ্ধি এবং শান্তি নিয়ে আসুক। শুভ ঈদ ডে।
🌼আল্লাহ তোমাকে এবং তোমার আপনজনদের অনেক অনেক আনন্দে ভরিয়ে রাখুক। ঈদের দিন অনেক আনন্দের সাথে কাটাও।ঈদ মোবারক।
🌼আজকের এই ঈদ আনন্দময় এবং উপভোগময় করতে তোমার জন্য মজার কিছু করতে চাই।শুভ ঈদ
সৃষ্টিকর্তার রহমত বরকত
🌼আজ এই ঈদের দিনে তোমার মনে আনন্দের বন্যা বয়ে যাক।আমার অন্তরের অন্তহীন ভালোবাসার সাথে ঈদ মোবারক গ্রহণ করো।
🌼আজ এই ঈদের দিন তোমার জীবনে সুখ,আনন্দ,সমৃদ্ধি এবং শান্তি নিয়ে আসুক। শুভ ঈদ ডে।
🌼আল্লাহ তোমাকে এবং তোমার আপনজনদের অনেক অনেক আনন্দে ভরিয়ে রাখুক। ঈদের দিন অনেক আনন্দের সাথে কাটাও।ঈদ মোবারক।
🌼আজকের এই ঈদ আনন্দময় এবং উপভোগময় করতে তোমার জন্য মজার কিছু করতে চাই।শুভ ঈদ
ঈদের দিনের স্ট্যাটাস
🌺 তোমার অসাধারণ শুভেচ্ছা আমার ঈদকে আরও উপভোগ্য করে তুলেছে। তোমাকে অনেক ধন্যবাদ। আশা করছি তুমিও একটি
আনন্দময় ঈদ উপভোগ করবে। শুভ ঈদ।
🌺এক মাস সিয়াম সাধনার পরে আসলো খুশির ঈদ। অনেক অনেক আনন্দ করো।ঈদ মোবারক।তোমার বন্ধুদের এবং পরিবারের সবাইকে আমার শুভেচ্ছা দিও।
🌺প্রতিবছর ঈদ আমাদের জীবনে অনাবিল সুখ,
আনন্দ এবং খুশী নিয়ে আসে।তোমার প্রিয়জন ও বন্ধুদের নিয়ে এই খুশির দিন উপভোগ করো।ঈদ মোবারক।
🌺প্রতিবছর রমজানের পর আমরা ঈদের খুশি পাই।এটি আল্লাহর দেওয়া অনেক বড় উপহার। আসো ঈদের এই খুশী আমরা একসাথে উপভোগ করি।শুভ ঈদ
🌺ঈদ মানে অন্তহীন খুশী এবং ভালোবাসা। আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা দীর্ঘ একমাস সিয়াম পালন করি।যার উপহার সরুপ সর্বশক্তিমান আমাদের ঈদ দিয়েছেন। ঈদ অনেক আনন্দে কাটাও।ঈদ মোবারক।
ঈদ SMS
🌛 ঈদের নতুন চাঁদ আনন্দ ও শান্তির বার্তা নিয়ে এসেছে। আসো সবাই মিলে সকল কষ্ট ভুলে এই সুখকে আলিঙ্গন করি।শুভ ঈদ।
🌛শাওয়াল মাসের চাঁদ আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য শ্রেষ্ঠ উপহার। ঈদুল ফিতর অনেক অনেক আনন্দদায়ক হোক। ঈদ মোবারক।
🌛ঈদের চাঁদ আমাদের জন্য শুদ্ধ সুখের প্রতীক।এই ঈদুল ফিতর তোমার জীবনের সব দুঃখ দুর করুক। ঈদ মোবারক।
🌛ঈদ মোবারক। তোমার এবং তোমার পরিবারের প্রতিটি দিন হোক ঈদের দিনের মতো।আল্লাহর রহমতে ভরে উঠুক তোমার জীবন।
🌛ঈদের চাঁদ যেমন খুশি ছড়ায় সবার মনে।তেমনি খুশি ছড়াও তুমি আমার জীবনে।তাইতো আজ এই ঈদের খুশি তোমার সাথেই ভাগ করে নিতে চাই।ঈদ মোবারক।
ঈদের শুভেচ্ছা এসএমএস
⭐আল্লাহর রহমতে আজকের এই ঈদের দিন এবং পরবর্তী প্রতিটি দিন তোমার জীবন সুখ ও আনন্দে ভরে থাকুক।
⭐আজকের এই সুন্দর দিনটি তোমার সাথে খুব আনন্দ করে উৎযাপন করতে চাই। ঈদ মোবারক।
⭐ঈদের খুশি ভরে উঠুক সবার জীবনে।রাঙিয়ে দিয়ে যাক সবার মন। বার বার ফিরে আসুক এই আনন্দ এই কামনায় ঈদ মোবারক।
⭐ঈদ মানে হাসি ঈদ মানে খুশি। ঈদ মানে হরেক রকম খাবার, ঈদ মানে রঙিন পোশাক। ঈদ মোবারক।
⭐প্রতিটি ঈদের নামাজে আমাকে স্মরণ করো,আমার প্রিয় বন্ধুকে ঈদ মোবারক।
ঈদ মোবারক এসএমএস
🌈আমি তোমাকে খুব সুন্দর একটি শুভেচ্ছা জানাতে চাই।ঈদ মোবারক। আল্লাহ তোমার সকল চাওয়া পূর্ণ করুক এবং তোমাকে একটি আনন্দময় জীবন উপভোগ করার তৌফিক দিন।
🌈ঈদ মোবারক প্রিয়।আল্লাহ তোমাকে সবসময় তার ভালবাসা ও রহমত দিয়ে ভরিয়ে রাখুন। অনেক অনেক সুখী হও।
🌈ঈদের দিনের প্রথম শুভেচ্ছা তোমাকেই জানালাম। আশা করছি ঈদের এই খুশি আমরা অনেক আনন্দ করে উৎযাপন করবো।শুভ ঈদ।
🌈ঈদ মোবারক আমার প্রিয় মানুষ। আল্লাহ যেনো তোমার জীবনকে চিরকালীন সুখ ও সৌন্দর্য্য দিয়ে ভরিয়ে রাখুন।
🌈আমি খুবই ভাগ্যবান তোমার মতো বন্ধু পাশে পেয়ে। তোমার সাথে ঈদের আনন্দ উপভোগ করা সত্যিই দুর্দান্ত ব্যাপার। হ্যাপি ঈদ।
ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা
💝তোমার ভালোবাসা আমাকে পূর্ণ করে। তোমার যত্ন আমাকে সমৃদ্ধ করে। আল্লাহ সর্বদা তোমাকে রক্ষা করুন এবং তোমার সকল আশা পূরন করুন। ঈদ মোবারক।
💝আজ ঈদের দিন। তোমাকে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। আল্লাহ তোমাকে সবসময়ই সমৃদ্ধি ও শান্তির পথে পরিচালিত করুন।
💝ঈদের খুশি ছড়িয়ে পড়ুক তোমার মনে।আল্লাহ তোমার জীবনকে জান্নাতের উদ্যানের মতো সুখময় করুন।ঈদ মোবরক।
💝ঈদ মোবারক প্রিয় বন্ধু। আজ তোমার জীবনে সব সুন্দর,ভালো,এবং আকর্ষণীয় হোক।
💝ঈদের এই খুশি ভরা ক্ষনে তোমাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। তোমার জীবনের প্রতিটা মুহুর্ত হোক ঈদের আনন্দে ভরা।
ঈদের শুভেচ্ছা কার্ড
ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক
🐦কিছু আবেগ প্রকাশ হয় না,
কিছু কথা কখনো বলা হয় না।
কিন্তু আজ এই সুন্দর দিনে
তোমাকে ভুলে থাকা অসম্ভব।
ঈদ মোবারক প্রিয়।
🐦প্রিয় বন্ধু তোমার অনেক
উজ্জ্বল ও নির্মল ঈদ কামনা
করছি। আল্লাহর কাছে
আমরা আনন্দ ও সুখ
প্রার্থনা করি।ঈদ মোবারক।
🐦প্রতিটি মানুষের জীবনে
ঈদের দিন একটি স্পেশাল দিন।
আর এই স্পেশাল দিন আমি
শুরু করতে চাই তোমাকে
ঈদ মোবারক দিয়ে। শুভ ঈদ।
🐦ঈদ মোবারক আমার প্রিয় বন্ধু।
সৃষ্টিকর্তাকে ধন্যবাদ তোমার
মতো বন্ধু আমার জীবনে
প্রেরণ করার জন্য।
🐦আজ এই ঈদের দিন
তোমার জীবনে প্রচুর সুখ,
আনন্দ ও হাসি নিয়ে আসুক।
জীবনের প্রতিটি দিন ভালো
থাকো এই কামনায়।ঈদ মোবারক।
সেরা ঈদ মোবারক SMS
আজকের এই মনোরম সকাল
সবার জীবনের সব দুঃখ মুছে
সুখের বার্তা নিয়ে আসুক।
ঈদ মোবারক।
সবার জীবনে ঈদ অসম্ভব
আনন্দের একটি শব্দ।
এই আনন্দ আরো বেড়ে
যায় যখন তোমার সাথে
ঈদের আনন্দ ভাগ করে
নিতে পারি। শুভ ঈদ বন্ধু।
সকল দুঃখ ভুলে গিয়ে
আসো আজ আনন্দের
জোয়ারে ভাসি। আজ
সবার সাথে আনন্দ ভাগ
করে নেই।কারণ আজ ঈদ
।অনেক অনেক ঈদের শুভেচ্ছা।
আল্লাহর দেয়া সবচেয়ে
বড় উপহার ঈদ।ঈদের দিনে
বড় ছোট,ধনী গরীব সবার
মনে আনন্দের ছোঁয়া লাগে।
আসো সবাই মিলে ঈদ আনন্দ
উপভোগ করি। হ্যাপি ঈদ ডে।
ঈদ আমাদের জীবনেচরম পাওয়া। আমাদেরসকল মুসলমানের সাথেএটি উদযাপন করতেদেওয়ার জন্য আল্লাহরপ্রতি আমরা কৃতজ্ঞ ।শুভ ঈদ।বার বার ফিরে আসুক এই দিন।
বোনেকে ঈদের শুভেচ্ছা
সৃষ্টিকর্তার রহমত বরকত
প্রতিদিন তোমার সাথে থাকুক।
তোমার অনেক অনেক
আনন্দময় ঈদ কামনা করছি
প্রিয় আপু।
ঈদ মোবারক।
আল্লাহ আজ তোমাকে
আল্লাহ আজ তোমাকে
জান্নাতের সকল সুখ
বর্ষণ করবেন। শুভ ঈদ,
আমি চাই যে আজকের
দিনটি তোমার জীবনের
সবচেয়ে চমকপ্রদ দিন
হবে আমার প্রিয় বোন।
আজকের এই শুভ দিনে
আজকের এই শুভ দিনে
প্রথমে জানাচ্ছি অনেক
অনেক শুভেচ্ছা। তোমার
জীবনের আনন্দ ও হাসি
অনেক প্রসারিত হোক
মিষ্টি বোন। ঈদ মোবারক।
জীবনের সকল পরীক্ষায়
ঈদ মোবারক আপু
জীবনের সকল পরীক্ষায়
সফল হও। আল্লাহর শুভদৃষ্টি
সবসময় তোমার সাথে
থাকুক সুইট বোন আমার।
ঈদ মোবারক।
অনেক অনেক ভালোবাসা ও
অনেক অনেক ভালোবাসা ও
আদর নিও প্রিয় বোন।
ঈদ মোবারক।
বন্ধুকে ঈদের শুভেচ্ছা মেসেজ
এক মাস সিয়াম সাধনার পরে
এসেছে আননময় ঈদ।
সুতরাং আসো আমরা এটি
আমাদের প্রিয়জনদের সাথে
উৎযাপন করি।
শুভ ঈদ।
তোমার জীবনের প্রতিটি
দিন হোক ঈদের দিনের
মতো আনন্দময়। তোমার
ঠোঁটে ঈদের চাঁদের মতো
হাসি লেগে থাকুক।
ঈদের অনেক অনেক শুভেচ্ছা।
ঈদ মোবারক বন্ধু।
ঈদ এসেছে আনন্দের বার্তা নিয়ে।
সব দুঃখ দুরে রেখে আসো মাতি
ঈদের খুশিতে। আজ ভুলে গিয়ে
সব ভেদাভেদ সবাই মিলে
করি সুখের আলিঙ্গন।
ঈদ মোবারক।
ঈদ মোবারক প্রিয় বন্ধু।
মহান আল্লাহর কাছে
আমরা কৃতজ্ঞ কারন দীর্ঘ
এক মাস ধৈর্যের পরীক্ষা
নিয়ে আজকের এই আনন্দের
দিন উপহার দিয়েছেন।
তোমার ঈদ শুভ ও অনেক
সুখময় হোক।
ভালো থাকো সবসময়।
শুভ ঈদ।
ঈদের অনেক অনেক
শুভেচ্ছা গ্রহণ করো।
ঈদের এই পবিত্র মুহুর্ত
গুলো তোমার তৃপ্তি ও
সুন্দর হাসি দ্বারা পূর্ন হোক।
অনেক ভালোবাসা নিও।
ঈদ আমাদের জীবনের
সবচেয়ে সুখময় দিনগুলোর একটি।
এই দিন সবার মধ্যে
পার্থক্য ভুলিয়ে দেয়।
সবাই সবাইকে আপন করে নেয়।
আসো সবাই মিলে ঈদের
আনন্দ উপভোগ করি।
ঈদ মোবারক প্রিয় বন্ধু।
ভালোবাসার মানুষকে ঈদের শুভেচ্ছা মেসেজ
মহান সৃষ্টিকর্তা আজকের এই পবিত্র দিনের রহমতে তোমার জীবনের প্রতিটি দিন সুখ,ভালোবাসা ও আনন্দ দিয়ে পূর্ণ করুন। ঈদ মোবারক প্রিয়।
এই আনন্দের দিন তোমার সাথেই উপভোগ করাই আমার জীবনে সবচেয়ে সুখের। আল্লাহ আমাদের পরিবারকে এবং সকলকে পৃথিবীর সর্বোচ্চ সুখ ও নেয়ামত দান করুন। আমিন। ঈদ মোবারক।
আল্লাহ তোমার জীবন বরকতময় করুন। ঈদের নামাজে আমাকে স্মরণ করো। অনেক অনেক আনন্দ করো। ঈদ মোবারক প্রিয়।
আমি তোমার খুব আনন্দময় ঈদ কামনা করি। আজকের এই পবিত্র দিনের কারণে আল্লাহ তোমার সকল দোআ কবুল করুন এবং তোমার সব গুনাহ মাফ করুন। শুভ ঈদ প্রিয়তম।
আল্লাহ তোমাকে উনার ভালবাসা এবং রহমত দিয়ে ভরিয়ে রাখুন এবং চিরকালীন সৌন্দর্য এবং সুখের সাথে আপনার পুরো জীবনকে গৌরবান্বিত করুন। আমি খুব ভাগ্যবান বোধ করি কারণ আমি তোমার মতো একটি প্রেমময় আত্মার সহধর্মিণী পেয়েছি।
No comments:
Post a Comment