Breaking

Thursday, 15 July 2021

কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ | DTE জব সার্কুলার

কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি


কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
 DTE কর্তৃপক্ষের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। অনেক বেকার লোক এই সেক্টরে চাকরি করতে চায়। এটি বেকারদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর। শুধু তাই নয় এটি বেকার মানুষের জন্য একটি দুর্দান্ত সুযোগ। আপনি যদি এই কাজের জন্য আবেদন করতে চান তবে নির্ধারিত সময়ের মধ্যে আপনার আবেদন করুন। কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বাংলাদেশের সবচেয়ে আকর্ষণীয় সরকারী চাকরীগুলোর একটি। প্রিয় পাঠক আপনি আমার এই পেজ থেকে কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ ২০২১ সার্কুলার সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন। কাজেই আর দেরি না করে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি যাচাই করুন, আপনার যোগ্যতার অনুযায়ী পোস্ট সিলেক্ট করে দ্রুত আবেদন করুন।



    কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১



    শিক্ষা মন্ত্রণালয়ের অধিদপ্তর গুলির অন্যতম একটি হলো কারিগরি শিক্ষা অধিদপ্তর। আপনি এই অধিদপ্তরে জব খুঁজছেন? কারিগরি শিক্ষা অধিদপ্তর তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি নতুন কাজের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনি আমাদের এই পেজে কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি এবং কারিগরি শিক্ষা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি দুটোই পাবেন।কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি, প্রবেশ পত্র, DTE পরীক্ষার ফলাফল ইত্যাদি যাবতীয় সবকিছুই পাবেন এই পেজে।


    কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ ২০২১




    আপনি আমাদের ওয়েবসাইটে সরকারি চাকরির খবর পাবেন। প্রতিদিন আমরা আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ধরণের কাজের বিজ্ঞপ্তি প্রকাশ করছি। নতুন নতুন চাকরির আপডেট খবর পেতে সমকাল ব্লগের সাথেই থাকুন।
    কারিগরি শিক্ষা অধিদপ্তর জব সার্কুলার 2021 সম্পর্কে বিস্তারিত তথ্য দিতেই আমাদের এই পেজের আয়োজন। কাজটি ডিটিই জব সার্কুলার। আপনি এই সম্পর্কিত কাজের বিবরণ, আবেদনের প্রনালী, পদের সংখ্যা,বেতন, অফিসিয়াল ওয়েবসাইট,বয়স আবেদনের শুরুর তারিখ এবং আবেদনের শেষ তারিখ ইত্যাদি সবকিছু এখানেই পাবেন।


    DTE জব সার্কুলার 2021




    নিয়োগ বিজ্ঞপ্তির সংক্ষিপ্ত বিবরণ


    পদের নামঃ নিচে নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন।


    পদের সংখ্যা: ২৮১ টি পদ।


    কোম্পানির নাম: কারিগরি শিক্ষা অধিদপ্তর।


    কাজের এরিয়া: যে কোনও স্থানে বাংলাদেশে।


    চাকরি ক্যাটেগরি: সরকারী চাকরী।


    জেন্ডার: পুরুষ এবং মহিলা।


    বেতন: ৯৭০০ - ৩০২৩০ টাকা।


    প্রকাশের তারিখঃ ৪ই জুলাই ২০২১।


    আবেদন শুরুর তারিখ: ৫ই জুলাই ২০২১।


    আবেদনের শেষ তারিখ: ৩১শে জুলাই ২০২১।


    সোর্স : পত্রিকা।


    আবেদন প্রক্রিয়া: DTE এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত নিয়মে চাকরির আবেদন করুন। http://dter.teletalk.com.bd


    নিয়োগকর্তা: কারিগরি শিক্ষা অধিদপ্তর।



    কাজের ধরণ: ফুলটাইম চাকরি।


    বয়স : ১৮ - ৩০ বছর।


    শিক্ষাগত যোগ্যতা: স্নাতক পাস, ডিপ্লোমা পাস, এইচএসসি পাস, এসএসসি পাস এবং অষ্টম শ্রেণী পাস।


    অভিজ্ঞতা: বিজ্ঞপ্তি দেখুন।


    অন্যান্য সুবিধা: সরকারী কর্মসংস্থান আইন এবং বিধিমালা অনুযায়ী সকল সুযোগ সুবিধা।


    অফিসিয়াল ওয়েবসাইট: www.techedu.gov.bd




    কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি



    আরো বিস্তারিত দেখুন নিচের অফিসিয়াল বিজ্ঞপ্তিতে


    কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি



    কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ

    কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ ২০২১

    কারিগরি শিক্ষা অধিদপ্তর সার্কুলার ২০২১

    কারিগরি শিক্ষা অধিদপ্তর সার্কুলার





    প্রকাশের তারিখঃ ৪ই জুলাই ২০২১।


    আবেদন শুরুঃ ০৫ জুলাই ২০২১।


    আবেদনের শেষ তারিখঃ ৩১শে জুলাই ২০২১।


    অনলাইনে আবেদনঃ


    কারিগরি শিক্ষা অধিদপ্তর জব সার্কুলার ২০২১



    পদের সংখ্যাঃ ২৩টি পদে ২৮২ জন


    শিক্ষাগত যোগ্যতাঃ বিজ্ঞপ্তি দেখুন


    বয়সঃ ১৮ থেকে ৩০ বছর। বিশেষ ক্ষেত্রে ৩২ বছর


    বেতন: গ্রেড-১০,  গ্রেড-১৩,গ্রেড-১৪,গ্রেড-১৫,গ্রেড-১৬,গ্রেড-১৭,গ্রেড-১৮,গ্রেড-১৯


    অফিসিয়াল ওয়েবসাইট: www.techedu.gov.bd


    আবেদন
    প্রক্রিয়াঃ https://dter.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত নিয়মাবলী মেনে আবেদন করতে হবে।


    আবেদন শুরুর তারিখঃ 
    ১৫ই জুন ২০২১.

    আবেদনের শেষ তারিখ: ১৬ই জুলাই ২০২১.


    কারিগরি শিক্ষা অধিদপ্তর সার্কুলার


    আরো দেখুন নিচের বিজ্ঞপ্তিতে


    কারিগরি শিক্ষা অধিদপ্তর সার্কুলার

    কারিগরি শিক্ষা অধিদপ্তর সার্কুলার 2021

    কারিগরি শিক্ষা অধিদপ্তর সার্কুলার 2021

    কারিগরি শিক্ষা অধিদপ্তর নতুন সার্কুলার 2021






    কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ এর আবেদন প্রনালী




    অনলাইনে আবেদন প্রক্রিয়াঃ

    কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তির অনলাইন আবেদন প্রক্রিয়া, আবেদনের ফি, আবেদনের ফরম ইত্যাদি যাবতীয় বিষয় সম্পর্কে জানতে  এই পোস্ট  সম্পূর্ন পড়ুন।

    ১. যে কোনও ইন্টারনেট ব্রাউজারে প্রবেশ করুন।

    ২.বিজ্ঞপ্তিতে উল্লিখিত ওয়েবসাইটে প্রবেশ করুন।

    ৩.আপনার যোগ্যতা অনুযায়ী পদ সিলেক্ট করুন। যে পোস্ট বা পদে আপনি আবেদন করতে চান।

    ৪. তারপরে আপনি নির্ধারিত আবেদন ফরম পাবেন। কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ আবেদন ফরম যথাযথ নিয়মে পূরণ করুন।

    ৫.আবেদন ফরমের নির্ধারিত স্থানে আপনার ছবি আপলোড করুন। ছবির সইজ হবে (300px বাই 300px)।

    ৬.আবেদন ফরমে উল্লিখিত স্থানে স্বাক্ষর (300px বাই 80px) আপলোড করুন।

    ৭. আবেদন ফরমটি সম্পুর্ন পূরণ করার পর জমা দিন।

     ৮.আবেদন করার ৭২ ঘন্টার মধ্যে আবেদন ফি প্রদান করুন।

    ৯. চাকুরিরত প্রার্থীরা কর্তৃপক্ষের মাধমে নির্দিষ্ট নিয়মাবলী মেনে আবেদন করতে পারবেন।

    ১০. আবেদনের ফরম বিজ্ঞপ্তিতে উল্লিখিত সময়সীমার মধ্যে পূরণ করতে হবে।

    ১১.অসম্পূর্ণ ও নির্ধারিত সময়ের পরে আবেদনপত্র প্রেরন করলে সরাসরি বাতিল বলে গণ্য হবে।

    ১২. মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় সকল সনদপত্রের মূল কপি সাথে রাখতে হবে করতে হবে।


    কারিগরি শিক্ষা অধিদপ্তর সার্কুলার ২০২১



    আবেদন ফি জমা দেওয়ার নিয়ম


    কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগের আবেদন ফরম জমা দেওয়ার ৭২ ঘন্টার মধ্যে আবেদন ফি জমা দিতে হয় নতুবা আবেদন বাতিল হয়ে যায়। টেলিটক সিমের মাধমে মোবাইল ফোন দিয়ে  এসএমএস পাঠানো যায়। নিচে এসএমএস পাঠানোর নিয়মাবলী নিচে দেওয়া হলো।


    এসএমএস অপশনে গিয়ে  টাইপ করুন:
     
    ১ম এসএমএস:

    DTER <space>User ID 
    লিখে send করুন 16222 নম্বরে।

    উদাহরণ: DTER ABCDEF লিখে 16222 নম্বরে পাঠান।

    ২য় এসএমএস

    DTER <space>YES <space> PIN  লিখে send করুন এই 16222 নম্বরে।

    উদাহরণ: DTER YES 12547536
    লিখে 16222 এ পাঠান।


    এই পোস্টের সাথে সামঞ্জস্য বিষয়গুলো নিচে দেওয়া হলো।



    • কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
    • কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি
    • কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ
    • কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ ২০২১
    • Technical Education Job Circular
    • Directorate of Technical Education Job Circular
    • DTE Job Circular 2021
    • কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ 2021

    No comments:

    Post a Comment