Breaking

Wednesday, 30 June 2021

নৌবাহিনী নিয়োগ ২০২১ প্রকাশিত হয়েছে।(বেসামরিক)

নৌবাহিনী নিয়োগ

নৌবাহিনী নিয়োগ ২০২১ প্রকাশিত হয়েছে। নৌবাহিনী নিয়োগ বাংলাদেশের বিশাল একটি নিয়োগ। এই নিয়োগ প্রকাশের জন্য বড় সংখ্যক মানুষ অপেক্ষা করে। অনেকর সপ্ন বাংলাদেশ নৌবাহিনীতে জয়েন করা। আর তাদের এই সপ্নকে কিছুটা সফল করতে আমার এই পেজের লেখা। নৌবাহিনীর সর্বশেষ নিয়োগ গুলো এই পেজে পাবেন। বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ ২০২১ এর আপডেট তথ্য সবার আগে পাবেন সমকাল ব্লগে। নৌবাহিনী নিয়োগ গুলো সহজভাবে আলোচনা করা হয়েছে এই পেজে। থাকুন সমকাল ব্লগের সাথে।


বাংলাদেশ নৌবাহিনী নিয়ে কিছু তথ্য -বাংলাদেশ সামরিক বাহিনীগুলো একটি হলো নৌবাহিনী। এই বাহিনীর প্রধান কাজ বাংলাদেশের সমুদ্রসীমা রক্ষা করা,নৌপথে যুদ্ধ করা এবং বাংলাদেশের সামরিক ও অর্থনৈতিক মর্যাদা দেশে বিদেশে রক্ষা করা। এছাড়াও জাতিসংঘের  বিভিন্ন মিশনে অংশগ্রহণ করে আন্তর্জাতিক শান্তিরক্ষার্তে ও কাজ করে।



    নৌবাহিনী নিয়োগ ২০২১




    নৌবাহিনীতে চারটি শাখায় নিয়োগ প্রকাশিত হয়। সেগুলো হলো

    ১.অফিসার পদে নিয়োগ

    ২.নাবিক পদে নিয়োগ

    ৩.এমওডিসি পদে নিয়োগ

    ৪.বেসামরিক পদে নিয়োগ

    নিচে চলমান নিয়োগ গুলো নিয়ে আলোচনা আছে। আরও গুরুত্বপূর্ণ নিয়োগ পেতে সমকাল ব্ল পড়ুন।


    নৌবাহিনী অফিসার পদে নিয়োগ ২০২১



    নৌবাহিনীতে অফিসার পদের চলমান দুটি আছে সেগুলোর বিস্তারিত দেখুন নিচে।


    প্রতিষ্ঠানঃ বাংলাদেশ নৌবাহিনী

    পদের নামঃ অফিসার

    পদের সংখ্যাঃ নির্দিষ্ট নয়

    বয়সঃ পোস্ট অনুযায়ী সর্বোচ্চ ২৮ থেকে ৩০ বছর।

    চাকরির ক্যাটেগরিঃ সরকারি

    শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি এবং এইচএসসি।

    ২০২১সালের এইচএসসি পরীক্ষায় উর্ত্তিণ পরীক্ষার্থীরা আবেদন করতে পারবে। 


    শারীরিক যোগ্যতা

    পুরুষ

    উচ্চতাঃ১৬২ সেমি অর্থাৎ ৫ফুট ৪ইঞ্চি।

    ওজনঃ ৫০ কেজি

    বুকের মাপঃ স্বাভাবিক ৭৬সেমি অর্থাৎ ৩০ ইঞ্চি,সম্প্রসারিত ৮১ সেমি অর্থাৎ ৩২ ইঞ্চি।

    মহিলা

    উচ্চতাঃ১৫৭ সেমি অর্থাৎ ৫ফুট ২ ইঞ্চি।

    ওজনঃ ৪৭ কেজি

    বুকের মাপঃ স্বাভাবিক ৭১ সেমি অর্থাৎ ২৮ ইঞ্চি,সম্প্রসারিত ৭৬ সেমি অর্থাৎ ৩০ ইঞ্চি।

    বৈবাহিক অবস্থাঃ অবিবাহিত

    জাতীয়তাঃ বাংলাদেশি

    অযোগ্যতাঃ

    • কোনো সরকারি চাকরি থেকে বরখাস্ত অথবা অপসারণ হলে।
    • যেকোনো বিচারালয় থেকে দন্ডপ্রাপ্ত হলে।
    • কোনো বিদেশী নাগরিকের সাথে বিবাহসুত্রে আবদ্ধ হলে।
    • সেনা, নৌ ও বিমান বাহিনীর মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত হলে।
    • আইএসএসবি দ্বারা প্রত্যাখ্যান হলে।


    বেতন ভাতাঃ সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুুযোগ সুবিধাসহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুসারে বেতন ও ভাতা প্রদান করা হবে।


    অন্যান্য সুবিধাঃ উচ্চ ক্যারিয়ার,উচ্চতর প্রশিক্ষণের সুযোগ, জাতিসংঘ মিশনে অংশগ্রহণ, সন্তানদের অধ্যয়ন,বাসস্থান,চিকিৎসা ইত্যাদি।


    মনোনয়ন প্রক্রিয়াঃ


    ১.প্রথমে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকার নেওয়া হবে।

    ২.প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণরা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবে।

    ৩. লিখিত পরে আইএসএসবি কর্তৃক সাক্ষাৎকার ও পরীক্ষা নেওয়া হবে।

    ৪.এরপর প্রার্থীদের চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

    ৫.উপরোক্ত সকল বিষয়ে উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে।


    আবেদন প্রক্রিয়াঃ


    আবেদনকারী প্রার্থীদের নৌবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত নিয়মাবলী মেনে আবেদন করতে হবে। সেই সাথে নির্ধারিত নিয়মে আবেদন ফি জমা দিতে হবে।


    অফিসিয়াল ওয়েবসাইটঃ www.joinnavy.mil.bd


    নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি



    সরাসরি কমিশন্ত অফিসার পদে ২০২২-এ ডিইও ব্যাচ নিয়োগ 


    আরো বিস্তারিত দেখুন অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তিতে


    নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি


    আবেদনের শেষ তারিখঃ ১৫ই জুন ২০২১


    ২০২২-এ অফিসার ক্যাডেট ব্যাচ নিয়োগ (১ম গ্রুপ) 


    আরো বিস্তারিত দেখুন অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তিতে


    নৌবাহিনী অফিসার পদে নিয়োগ

    আবেদনের শেষ তারিখঃ ২০শে মে ২০২১


    নৌবাহিনী বেসামরিক নিয়োগ ২০২১




    বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক পদে কিছু জনবল অস্থায়ীভাবে নিয়োগ দেবে। বিজ্ঞপ্তিতে উল্লিখিত যোগ্যতা থাকলে উপর্যুক্ত প্রার্থীদের আবেদন করার আহ্বান করা হলো। বিস্তারিত পড়ুন নিচের আলোচনায়।

    প্রতিষ্ঠানঃ বাংলাদেশ নৌবাহিনী

    পদের নামঃ বেসামরিক পদ

    পদের সংখ্যাঃ একাধিক পদে ৩৭ জন

    বয়সঃ অনুর্ধ্ব ৩০ বছর

    চাকরির ধরণঃ স্থায়ী 

    বেতনঃ

    চাকরির ক্যাটেগরিঃ সরকারি

    শিক্ষাগত যোগ্যতাঃ 


    আরো বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তি থেকে


    নৌবাহিনী বেসামরিক নিয়োগ




    নৌবাহিনী বেসামরিক নিয়োগ ২০২১


    সোর্সঃ প্রথম আলো


    আবেদনের শেষ তারিখঃ ৭ই জুলাই ২০২১



    নৌবাহিনী বেসামরিক নিয়োগ


    সোর্সঃ প্রথম আলো


    আবেদনের শেষ তারিখঃ ৭ই জুলাই ২০২১


    No comments:

    Post a Comment